লাহিড়ী বিল্ডিং
লাহিড়ী বিল্ডিং, যদুবয়রা।। পূর্ণ চন্দ্র লাহিড়ী নামের একজন পুলিশ কর্মকর্তা ঐতিহ্যাবহী কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামে মাঝে মধ্যে এসে থাকতেন। তিনি ব্রিটিশ আমলে চুন সুড়কি ও ইট দিয়ে দ্বিতল বিশিষ্ট বাড়ীটি প্রস্তুত করেন। পূর্ণ চন্দ্র লাহিড়ী তৎকালিণ পুলিশের ডি আই জি পদমর্যদার কর্মকর্তা ছিলেন।
দ্বিতলা বিল্ডিংটির নিচ তলায় চারটি কক্ষ ও একটি হল রুম আছে। দ্বিতলায় দুটি বড় কক্ষ ও পিছনের বারান্দা রয়েছে। দ্বিতল বিল্ডিংটির পাশে একটি মন্দির রয়েছে। পূর্ণচন্দ্র লাহিড়ী পুজোর সময় এখানে এসে ধুম ধামের সাথে পুজা করতেন।
লাহিড়ী বিল্ডিং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূর্য সৈনিক ক্ষুদিরাম বসুর মামাবাড়ী হিসাবে পরিচিত এবং ক্ষুদিরাম বসু এই বাড়ীতে অবস্থানরত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর কারণেই বিল্ডিংটি ইতিহাসের অংশ হয়ে আছে।
১৯৬৯ সাল হতে ১৯৭২ সাল পর্যন্ত বিল্ডিংটি মাধ্যমিক স্কুল হিসাবে ব্যবহৃত হত। বর্তমানে নিচতলার একটি কক্ষে যদুবয়রা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলছে।
দীর্ঘদিন কোন সংস্কার কাজ না হওয়ায় প্লাষ্টার খসে পড়ছে, দেওয়ালে বড় বড় গাছ জন্মেছে। কোন দাবিদার বা তদারকারী না থাকায় দরজা, জানালা সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে।
কিভাবে যাবেন?
কুমারখালী উপজেলা শহর হতে দক্ষিণ দিতে গড়াই নদী পার হয়ে অটো বা ভ্যানে ১০ মিনিটের রাস্তা। গড়াই নদীতে বর্তমানে খেয়া পারাপার চলছে এবং ব্রিজের কাজ চলমান আছে। খেয়াঘাট হতে কুমারখালীর পুরাতন পুলিশ স্টেশন ভালুকা/চৌরঙ্গি যাবার রাস্তায় পড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূর্য সৈনিক ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত লাহিড়ী বিল্ডিং।