শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী [Kuthi Bari]

রবীন্দ্র কুঠিবাড়ী শিলাইদহ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী। কুষ্টিয়া জেলা শহর হতে প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে রবীন্দ্র কুঠিবাড়ী অবস্থিত।

রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই বাড়িতেই থাকতেন। ১৮৮৯ হতে ১৯০১ সালের মধ্যে একদশকেরও বেশি সময় রবি ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছিলেন।

এখানে বসে রচিত হয় রবীন্দ্রসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতালী, কথা ও কাহিনী, ক্ষণিকা, নৈবেদ্য ও খেয়ার  অধিকাংশ কবিতা, পদ্মাপর্বের গল্প, এবং  গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান। রবি ঠাকুর গীতাঞ্জলি কাব্যের ইংরেজী অনুবাদ করেন এখানে বসে যা তাঁকে ১৯১৩ সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠিবাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এখানে কবির বাল্যকাল থেকে মৃত্যশয্যা পর্যন্ত বিভিন্ন সময়ের ছবি, শিল্পকর্ম, কবির ব্যবহার্য বিভিন্ন আসবাবপত্র পরিপাটি করে সাজানো রয়েছে।

মূল কাঠিবাড়ীর অদূরে পদ্মা নদীর ধারে ঠাকুর পরিবারের একটি কাচারীবাড়ী ছিল। যার কিছুটা এখনও কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে।

রবীন্দ্রনাথের কাচারী বাড়ী
রবীন্দ্র কুঠিবাড়ীর অদূরে ঠাকুর পরিবারের ধ্বংসপ্রায় কাচারীবাড়ী কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে

শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়ীতে প্রতি বছর ২৫শে বৈশাখ জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হয়। ২২শে শ্রাবণ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষেও এখানে অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এসব অনুষ্ঠানে দেশি-বিদেশি অনেক পন্ডিত ব্যক্তি রবীন্দ্রনাথের জীবন ও কর্মভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করে থাকেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্র শিল্পিরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।

কিভাবে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী যাবেন?

কুষ্টিয়া জেলা শহর হতে বাস, ট্যাম্পু বা অটো যোগে চোড়াইকোল আলাউদ্দিন নগর মোড়ে নামতে হবে। ভাড়া জন প্রতি ১৫-২০ টাকা। সেখান হতে ট্যাম্পু বা অটো যোগে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী। ভাড়া ১৫-২৫ টাকা। কুষ্টিয়া শহর হতে সিএনজি বা অটো রিজার্ভ করেও যেতে পারেন। ভাড়া ১০০-৩০০ টাকা। কুষ্টিয়া ঘোড়ার ঘাট খেয়া পার হয়ে সিএনজি, অটো বা ভ্যান যোগে যাওয়ার আরও একটি বিকল্প রাস্তা রয়েছে। ভাড়া জন প্রতি ৩৫-৫০ টাকা।

আরও পড়ুন

শিলাইদহ ভ্রমণ

Scroll to Top