শিলাইদহে বিশ্বকবির জন্মবার্ষিকী উৎযাপন

শিলাইদহে কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী উৎযাপন

জন্মবার্ষিকী পালনে প্রস্তুত হচ্ছে কবিগুরুর স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ী আঙ্গিনা

আগামী ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিন। কবিগুরুর জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গত ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, শিক্ষাবীদ, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, সংবাদকর্মী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় গত বছরের ন্যায় বিশ্বকবির স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে আগামী ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (৮, ৯ ও ১০ মে) ৩ দিন ব্যপি কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী উৎযাপনের সিদ্ধান্ত হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩ দিনের গ্রামীণ মেলা বসবে কুঠিবাড়ী প্রাঙ্গনে।

এবছর দিবসটি জাতীয়ভাবে পালন করা হবে নওগার পতিসরে অবস্থিত রবিন্দ্র কুঠিবাড়ীতে। গতবছর জাতয়ি অনুষ্ঠান শিলাইদহ কুঠিবাড়ীতে অনুষ্ঠিত হয়েছিল। যে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন।

৩ দিনের প্রতিদিন সকাল হতে রাত্র ১০ টা পর্যন্ত কুঠিবাড়ীর রবীন্দ্র মঞ্চে শিক্ষাবীদ, রবীন্দ্র গবেষক সহ সুধিজন কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। রবীন্দ্র সংঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশেন করবেন কুষ্টিয়া জেলার বিভিন্ন শিল্প গোষ্ঠির শিল্পীরা।

অনুষ্ঠান আয়োজনের কাজ শেষের পথে বলে অবগত করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিতান কুমার মন্ডল। বৈশাখ মাসের প্রাকৃতিক দূর্যোগের কথা মাথায় রেখে এবার বিশেষ ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Scroll to Top