নাট্যকার দীনবন্ধু মিত্র
রায়বাহাদুর দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রুপকার। বাংলা নাট্যসাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের পর দীনবন্ধুর আবির্ভাব। যদিও তিনি মাইকেলের মত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন। পরবর্তিকালে তিনিই হয়ে ওঠেন এই ধারায় নাট্যকারদের আদর্শস্থানীয়। দীনবন্ধু মিত্রের জন্ম দীনবন্ধু মিত্র ১৮৩০ সালের ১ লা নভেম্বর তৎকালীন নদীয়া জেলার […]